Header Ads

Header ADS

বাদুড় (Fruit Bat)__ Pteropus giganteus

শ্রেণীবিন্যাস 
Phylum        → Chordata
Subphylum → Vertebrata
Class             → Mammalia
Order           → Chiroptera
Family          → Pteropodidae
Genus           → Pteropus
Species         → Pteropus giganteus


শনাক্তকারী বৈশিষ্ট্য 
১. দেহ লোমে আবৃত থাকে এবং পিনা ও
     স্তনগ্রন্থিযুক্ত।
২. অগ্রপদের আঙ্গুলগুলো লম্বা ও প্যাটাজিয়াম
     (patagium) নামক পর্দায় অবলম্বিত হয়ে
     ডানায় রূপান্তরিত।   
৩. বড় আকৃতির, লেজবিহীন  বাদুড়।
৪. মাথা লালচে বাদামী, তুন্ড কালো।
৫. পায়ের আঙ্গুল বাঁকা ও ধারালো নখরযুক্ত।


বিঃদ্রঃ-
জীববিজ্ঞান
দ্বিতীয় পত্র ঃ একাদশ-দ্বাদশ শ্রেণি
গাজী আজমল•গাজী আসমত  

No comments

Powered by Blogger.