কবে কি ঘটেছিল
📺টেলিভিশনের কথা📺
"কবে কি ঘটেছিল??"
(১) ১৮৭৩ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম গণিতের সমীকরণের সাহায্যে বিদ্যুৎচুম্বক ঢেউ - এর কথা বলেন।
(২) ১৮৮৭ হাইনরিখ হার্তস বেতার তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন।
(৩) ১৮৯৪ স্যার অলিভার লজ বেতার তরঙ্গ ব্যবহার করে "ডট্ আর ড্যাসের" মোর্স সংকেত দিয়ে প্রথম বার্তা প্রেরণ ও গ্রহণ করেন।
(৪) ১৮৯৭ গুলিয়েলমো (উইলিয়াম) মার্কনি বিলেতে ১৪ কিলোমিটার দূরে বেতারে বার্তা পাঠান।
(৫) ১৯০১ মার্কিনি আটলান্টিকের পূর্ব প্রান্তে পলঢু থেকে পশ্চিম প্রান্তে নিউফাউন্ডল্যান্ডে বেতারে বার্তা পাঠান।
(৬) ১৯০৪ স্যার আমব্রোজ ফ্রেমিং ডায়োড ভাল্ভ (ভালভ) আবিষ্কার করেন।
(৭) ১৯০৬ লী ডি ফরেস্ট আবিষ্কার করেন বিবর্ধক ট্রায়োড ভাল্ভ (ভালভ)।
(৮) ১৯১৯ বিলেতে প্রথম নিয়মিত বেতার অনুষ্ঠান চালু হয়।
(৯) ১৯২০ আমেরিকায় প্রথম বেতার কেন্দ্র চালু (পিটসবার্গ)।
(১০) ১৯২২ লন্ডনে বি.বি.সি (কোম্পানি) থেকে প্রথম নিয়মিত বেতার অনুষ্ঠান প্রচার।
(১১) ১৯২৪ জন লগি বেয়ার্ডের "টেলিভিশন" যন্ত্র আবিষ্কার।
(১২) ১৯২৬ প্রকাশ্যে টিভি সেটের প্রদর্শন (২৬ জানুয়ারী)।
(১৩) ১৯২৯ বিলেতে বি.বি.সি (BBC) টেলিভিশনের পরীক্ষামূলক প্রচার (৩০ সেপ্টেম্বর)। মস্কোতে প্রথম টেলিভিশনের পরীক্ষামূলক প্রচার।
(১৪) ১৯৩২ আমেরিকায় জোকিরিন প্রথম আইকনোস্কোপ ক্যামেরা টিউব আবিষ্কার করেন।
(১৫) ১৯৩৬ বি.বি.সি থেকে নিয়মিত টিভি অঅনুষ্ঠান প্রচার (২ নভেম্বর)। অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠা।
(১৬) ১৯৩৯ আমেরিকার এন.বি.সি কোম্পানির নিয়মিত টিভি অনুষ্ঠান প্রচার। সোভিয়েতে ইউনিয়নে লেনিনগ্রাদে প্রথম টিভি কেন্দ্র চালু। ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার শুরু (১৬ ডিসেম্বর)।
(১৭) ১৯৫১ আমেরিকায় সি.বি.এস কোম্পানির প্রথম রঙ্গিন টিভি অনুষ্ঠান।
(১৮) ১৯৫৫ আমেরিকায় নিয়মিত রঙ্গিন টিভি অনুষ্ঠান প্রচার।
(১৯) ১৯৫৯ প্রথম পুরোপুরি ট্রানজিস্টার টিভি (সাদা-কালো)। দিল্লিতে পরীক্ষামূলক টিভি সম্প্রচার চালু।
(২০) ১৯৬১ মস্কোতে মহাশূন্য বিজয়ী গাগারিনের বীরোচিত সম্বর্ধনা সারা ইউরোপে সরাসরি প্রচার।
(২১) ১৯৬২ টেলস্টার-১ উপগ্রহের মাধ্যমে প্রথম আটলান্টিকের এপার-ওপার অনুষ্ঠান প্রচার।
(২২) ১৯৬৪ ঢাকায় ডি.আই.টি. DIT ভবন থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান প্রচার (২৫ডিসেম্বর)।
(২৩) ১৯৬৫ দিল্লিতে নিয়মিত টিভি সম্প্রচার চালু।
(২৪) ১৯৬৭ লন্ডন, মস্কো ও প্যারি-তে প্রথম নিয়মিত রঙিন টিভি অনুষ্ঠান প্রচার।
(২৫) ১৯৬৯ চাঁদে মানুষের পদার্পণ সারা পৃথিবীতে সরাসরি প্রচার।
(২৬) ১৯৭০ প্রথম পুরোপুরি ট্রানজিস্টার রঙিন টিভি সেট।
(২৭) ১৯৭৫ ঢাকায় রামপুরা টেলিভিশন কেন্দ্রের উদ্ভোদন (৬ মার্চ)।
(২৮) ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকস বিশ্বব্যাপী টেলিভিশন প্রচার। পার্বত্য চট্টগ্রামে বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র চালু (২৬ জুন)।
(২৯) ১৯৮০ ঢাকায় নিয়মিত রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু (১ডিসেম্বর)।
(৩০) ১৯৮১ ঢাকায় তালিবাবাদে উপগ্রহ ভূ-কেন্দ্র চালু।
(৩১) ১৯৮২ দিল্লিতে নিয়মিত রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার (১৯ নভেম্বর)।
(৩২) ১৯৮৪ বাংলাদেশের জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা। "এশিয়াভিশন" সংবাদ বিনিময় ব্যবস্থা চালু।
"কবে কি ঘটেছিল??"
(১) ১৮৭৩ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম গণিতের সমীকরণের সাহায্যে বিদ্যুৎচুম্বক ঢেউ - এর কথা বলেন।
(২) ১৮৮৭ হাইনরিখ হার্তস বেতার তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন।
(৩) ১৮৯৪ স্যার অলিভার লজ বেতার তরঙ্গ ব্যবহার করে "ডট্ আর ড্যাসের" মোর্স সংকেত দিয়ে প্রথম বার্তা প্রেরণ ও গ্রহণ করেন।
(৪) ১৮৯৭ গুলিয়েলমো (উইলিয়াম) মার্কনি বিলেতে ১৪ কিলোমিটার দূরে বেতারে বার্তা পাঠান।
(৫) ১৯০১ মার্কিনি আটলান্টিকের পূর্ব প্রান্তে পলঢু থেকে পশ্চিম প্রান্তে নিউফাউন্ডল্যান্ডে বেতারে বার্তা পাঠান।
(৬) ১৯০৪ স্যার আমব্রোজ ফ্রেমিং ডায়োড ভাল্ভ (ভালভ) আবিষ্কার করেন।
(৭) ১৯০৬ লী ডি ফরেস্ট আবিষ্কার করেন বিবর্ধক ট্রায়োড ভাল্ভ (ভালভ)।
(৮) ১৯১৯ বিলেতে প্রথম নিয়মিত বেতার অনুষ্ঠান চালু হয়।
(৯) ১৯২০ আমেরিকায় প্রথম বেতার কেন্দ্র চালু (পিটসবার্গ)।
(১০) ১৯২২ লন্ডনে বি.বি.সি (কোম্পানি) থেকে প্রথম নিয়মিত বেতার অনুষ্ঠান প্রচার।
(১১) ১৯২৪ জন লগি বেয়ার্ডের "টেলিভিশন" যন্ত্র আবিষ্কার।
(১২) ১৯২৬ প্রকাশ্যে টিভি সেটের প্রদর্শন (২৬ জানুয়ারী)।
(১৩) ১৯২৯ বিলেতে বি.বি.সি (BBC) টেলিভিশনের পরীক্ষামূলক প্রচার (৩০ সেপ্টেম্বর)। মস্কোতে প্রথম টেলিভিশনের পরীক্ষামূলক প্রচার।
(১৪) ১৯৩২ আমেরিকায় জোকিরিন প্রথম আইকনোস্কোপ ক্যামেরা টিউব আবিষ্কার করেন।
(১৫) ১৯৩৬ বি.বি.সি থেকে নিয়মিত টিভি অঅনুষ্ঠান প্রচার (২ নভেম্বর)। অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠা।
(১৬) ১৯৩৯ আমেরিকার এন.বি.সি কোম্পানির নিয়মিত টিভি অনুষ্ঠান প্রচার। সোভিয়েতে ইউনিয়নে লেনিনগ্রাদে প্রথম টিভি কেন্দ্র চালু। ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান প্রচার শুরু (১৬ ডিসেম্বর)।
(১৭) ১৯৫১ আমেরিকায় সি.বি.এস কোম্পানির প্রথম রঙ্গিন টিভি অনুষ্ঠান।
(১৮) ১৯৫৫ আমেরিকায় নিয়মিত রঙ্গিন টিভি অনুষ্ঠান প্রচার।
(১৯) ১৯৫৯ প্রথম পুরোপুরি ট্রানজিস্টার টিভি (সাদা-কালো)। দিল্লিতে পরীক্ষামূলক টিভি সম্প্রচার চালু।
(২০) ১৯৬১ মস্কোতে মহাশূন্য বিজয়ী গাগারিনের বীরোচিত সম্বর্ধনা সারা ইউরোপে সরাসরি প্রচার।
(২১) ১৯৬২ টেলস্টার-১ উপগ্রহের মাধ্যমে প্রথম আটলান্টিকের এপার-ওপার অনুষ্ঠান প্রচার।
(২২) ১৯৬৪ ঢাকায় ডি.আই.টি. DIT ভবন থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান প্রচার (২৫ডিসেম্বর)।
(২৩) ১৯৬৫ দিল্লিতে নিয়মিত টিভি সম্প্রচার চালু।
(২৪) ১৯৬৭ লন্ডন, মস্কো ও প্যারি-তে প্রথম নিয়মিত রঙিন টিভি অনুষ্ঠান প্রচার।
(২৫) ১৯৬৯ চাঁদে মানুষের পদার্পণ সারা পৃথিবীতে সরাসরি প্রচার।
(২৬) ১৯৭০ প্রথম পুরোপুরি ট্রানজিস্টার রঙিন টিভি সেট।
(২৭) ১৯৭৫ ঢাকায় রামপুরা টেলিভিশন কেন্দ্রের উদ্ভোদন (৬ মার্চ)।
(২৮) ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকস বিশ্বব্যাপী টেলিভিশন প্রচার। পার্বত্য চট্টগ্রামে বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র চালু (২৬ জুন)।
(২৯) ১৯৮০ ঢাকায় নিয়মিত রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু (১ডিসেম্বর)।
(৩০) ১৯৮১ ঢাকায় তালিবাবাদে উপগ্রহ ভূ-কেন্দ্র চালু।
(৩১) ১৯৮২ দিল্লিতে নিয়মিত রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার (১৯ নভেম্বর)।
(৩২) ১৯৮৪ বাংলাদেশের জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা। "এশিয়াভিশন" সংবাদ বিনিময় ব্যবস্থা চালু।
No comments