Header Ads

Header ADS

HTML এর মৌলিক ট্যাগ সমূহঃ


১.<html> </html> ( Htmlএর ডকুমেন্ট বর্ণনা)

২.<body> </body> (প্রোগ্রামের মূল Content অংশ নির্দেশ করে)

৩.<tittle> </tittle>  (ডকুমেন্ট Tittle [শিরোনাম] নির্দেশ করে)

৪.<head> </head> (প্রোগ্রামের  Head  অংশ নির্দেশ করে)

৫.<h1> </h6>   (Heading 1 থেকে Heading 6 পর্যন্ত বর্ণনা করে)

৬.<p> </p> (একটি Paragraph বর্ণনা করে)

৭.<a> </a>  (Anchor ট্যাগ এবং Link তৈরি করে)

৮.<b> </b>  (Bold Text নির্দেশ করে)

৯.<i> </i>   (Italic Text নির্দেশ করে)

১০.<u> </u>   (Underline Text নির্দেশ করে)

১১.<abbr> </abbr>    (Abbreviation [সংক্ষেপণ] Text নির্দেশ করে)

১২.<em> </em>    (Emphasised Text নির্দেশ করে)

১৩.<del> </del>  (Text-এ কাঁটা  নির্দেশ করে)

১৪.<mark> </mark>  (Text-এর  Mark নির্দেশ করে)

১৫.<s> </s>  (Strike Text নির্দেশ করে)

১৬.<command> </command>   ( Command বাটন তৈরিতে ব্যবহৃত হয়)

১৭.<strong> </strong>  (Strong Text নির্দেশ করে)

১৮.<small> </small>  (স্বাভাবিক এর চেয়ে ছোট Text নির্দেশ করে)

১৯.<big> </big> (স্বাভাবিক এর চেয়ে বড় Text নির্দেশ করে)

২০.<sub> </sub> (Subscripted Text নির্দেশ করে)

২০.<sup> </sup>  (Superscripted Text নির্দেশ করে)

২১.<blink> </blink>   (Text-কে Blinkong করে)

২২.<q> </q>  (Text- কে কোটেশন[Quotation]  এর মধ্যে প্রদর্শন করে)

২৩.<br>   (এক লাইন ফাঁকা বা Brake তৈরি করে)

২৪.<hr>   (একটি Horizontal রুল বর্ণনা করে)

২৫.<!-->   (একটি Command বর্ণনা করে)

২৬.<div>  (ডকুমেন্টের মধ্যে কোন অংশকে বিভক্ত করে)

২৭.<a  href> (একটি Web page- এর সাথে আরেকটি Web page- এর Link করতে ব্যবহৃত হয়)

২৮.<img>  (ছবিকে বর্ণনা করে)

২৯.<table> </table>   (Table তৈরিতে ব্যবহৃত হয়)

৩০.<col> </col>  (Table- এর Column তৈরিতে ব্যবহৃত হয়)

৩১.<td> </td>   (Table- এর সেল [Cell] তৈরিতে ব্যবহৃত হয়)

৩১.<tr> </tr>   (Table- এর সারি [Row] তৈরিতে ব্যবহৃত হয়)

৩২.<th> </th>  (Table- এর Heading তৈরিতে ব্যবহৃত হয়)

৩৩.<n> </n>    (নতুন লাইন সংযোজন করার ক্ষেত্রে)

৩৪.<code> </code>  (Programming Text- গুলো যেভাবে লেখা হয় সেভাবে দেখার জন্য ব্যবহৃত হয়)

৩৫.<pre> </pre>     (Tab,Space, Line Brake যেভাবে দেওয়া থাকবে  সেইভাবে দেখার জন্য ব্যবহৃত হয়)

৩৬.<tt> </tt>    (Type Writter- এর লেখার মতো দেখার জন্য ব্যবহৃত হয়)

৩৭.<li> </li>   (তালিকা বর্ণনা করে)

৩৮.<ol> </ol>  (Order List হিসেবে তালিকা দেখাবে)

৩৯.<ul> </ul>   (Unorder List হিসেবে তালিকা দেখাবে)
   

No comments

Powered by Blogger.